বিছানার পাশে খস্ খস্ আওয়াজে
ঘুম ভেঙ্গে গেল
তমসাবৃত নিঝুম রাতে
নারীর রোদন ধ্বনি ভেসে এল।
সে ছিল অপরূপ সুন্দরী অপ্সরা
দেখলাম তাকে হাতছানি দিতে
কিছু বলল বুঝলাম না।
তারপর সে চলে গেল
পায়ের মল বাজতে লাগল;
বাগানে মিষ্টি গানের সুরে
বিভোর হয়ে সেথায় গেলাম
সব শান্ত নিস্তব্ধ হয়ে গেল
বোধ হয় ভুল দেখলাম।
পরদিন নতুন রাজার নির্দেশে
সবাই লুটপাট করছে,
দেশে খাদ্যের সংস্থান নাই
তাই লুটপাট করে পেট ভরাচ্ছে
পড়োশীর সঙ্গে ভালো সম্পর্ক নেই
তবু পড়োশীর কাছেই চাল চাইছে,
দেশে অত্যাচারের সীমা নাই
পড়োশীর রাজ্য দখল করতে চাইছে।
পুরনো রাজা অশান্তি হতে দেয়নি
সবে সন্তুষ্ট ছিল তাই গুণ্ডামি হয়নি,
কৃষি উন্নত ছিল লুটপাট করেনি।
সঙ্গীত শিল্পকলার বিকাশ হত
দুনিয়া প্রশংসা করত,
অপ্সরা রূপী দেশমাতা
নতুন রাজাকে অভিশাপ দিল।