শান্ত সন্ধ্যা নেমে এল তার
অসীম সৌন্দর্য নিয়ে,
সুর্য পশ্চিম আকাশে রঙ ছড়াল
পাখিরা কলরব করে বাড়ি ফিরল,
তাদের ভজনে সন্তুষ্ট হয়ে
দেবতারা পুষ্প বৃষ্টি করল।
সান্ধ্য প্রদীপ জ্বলছিল
লোকে আরাধনা করছিল
খোল করতাল বাজিয়ে
বিষ্ণুর
স্তুতিগানে ভক্তরা মোহিত হচ্ছিলো।1
স্মিত হাসি হেসে চাঁদ আলো ছড়াল
লক্ষ তারায় আকাশ উজ্জ্বল হল
যেন মহাকাশ তারার জাল ফেলেছিল।
হঠাৎ ঈশান কোনে কালো মেঘ
জায়গা করে নিল,
তখন মৃদু হাওয়ার সনে
বৃষ্টি শুরু হল।
বৃষ্টি এলো বিদ্যুৎ চমকাল
তার সাথে মিসাইল বোমা বর্ষাল
।অনেক লোক মারা গেল
ছোট দেশ বড়ো দেশের
সংজ্ঞা হারিয়ে গেল।