গভীর সমুদ্রের মতো শান্ত আকাশ
পাখিদের কলরবে ভঙ্গ হচ্ছিল ;
পথের দুপাশে সুন্দর সুন্দর
ফুলের বাহার ছিল,
সাদা মেঘের ফাঁকে ফাঁকে
সোনালী রঙের বর্ডার ছিল
প্রকৃতি সৌন্দর্যে গরবিনী হয়েছিল।
তখন আমরা ব্যস্ত ছিলাম
দেখিনি চোখ চেয়ে
সংসারের কাজে অন্ধ হয়ে
প্রকৃতির কথা গেছি ভুলে।
তখন আমরা কোনো গীত গাইনি
কোনো খেলাও খেলিনি ;
চলেছি সোজা পথে
মোরা দাইনে বাঁয়ে দেখিনি
ছিল না কোনো চিন্তা মনে।
বেলা যতই বাড়তে দেখলাম
তপ্ত হাওয়ায় ঘুরে ঘুরে
শ্রান্ত ক্লান্ত দেহে
প্রকৃতির কথা ভুললাম।