আজি মরণদুয়ার খোলা
দেশের জওয়ান ছুটছে সেথায়
না বোঝা দুরাশায়।
Horrible Horrible Horrible
(হরিবোল হরিবোল হরিবোল)
বিদেশীরা উস্কানি দিয়েছে
দেশের ঐক্য ভাঙতে চেয়েছে
তাই না তাই না ভাই তাই না
উঁহু না উঁহু না এইই সত্যি
তাই না?
দেশের লোক নিজের পায়ে
নিজে কুড়ুল মেরেছে ;
পড়ে গিয়ে হাত পা ভেঙ্গে
বিদেশী ডেকেছে ;
সেই বিদেশী রাজা সেজে
সিংহভাগ চেয়েছে
ইয়া ইয়া হুঁ ইয়া ইয়া হুঁ
তবু কি হুঁশ এসেছে
টাপু নিয়ে রণতরী
বাইতে চেয়েছ।
তা হয়নি বলে অর্থবলে
তখতা পালট করেছে
রাজনীতি একেই বলে
ওরা রাজার গদি চেয়েছে।