সাম্য সাম্য করিস না মন
সমতা কোথাও নাই,
ভগবান সকলের মহান পিতা
অন্নের ভাগ করে নাই।
যোগ্য অযোগ্য আছে ধরাতলে
একই সমান কেহ না হয়,
যোগ্য যারা ভাগ্যশালী তারা
অযোগ্য তাদের সম নয়।
প্রকৃতি সমান বিচার করেনি
ভূতল সমগ্র সমতল হয়নি,
হিমালয় মাথা উঁচু করে
আকাশ ছুঁয়ে যায়
সমুদ্রের তল অতল রয়ে যায়,
এই প্রকৃতির মায়ায়।
বুদ্ধিমানরা নিজ বুদ্ধিতে
অসীম যোগ্যতা পায়,
অন্যেরা তাদের অযোগ্যতার
ফলে করে হায় হায়।
একই ঈশ্বরের সন্তান মোরা
কেউ ঐশ্বর্য বিলাস পায়
কেউ জঠর জ্বালায় তড়পায়;
এ কেমন ঈশ্বরের বিচার
প্রকৃতির নাই কোনো দায়।
যোগ্য হবার প্রতিযোগিতায়
মানব এগিয়ে যায়
অযোগ্যরা পথ পেতে চেষ্টা করে
প্রতিযোগিতা হারায়।