তালে তালে ফেলিয়া পা
বিজয় সঙ্গীত গাহিয়া যা,
শাসক হয়েছে দিশাহারা
অন‍্যায়ের দ‍্যোতক;
তাই অত‍্যাচারের শেষ হয় নাই
ওরা অত‍্যাচারী ওরা পাতক।
বন্দী রয়েছে পীড়িত নিপীড়িত
ওদের কারায়,
কাঁদছে দেশজননী
ভগবানকে ভাবায়।
সময় চক্রে সুযোগ পাবে
দেশমাতৃকার সন্তান ;
একতাবদ্ধ হয়ে তারা
করবে প্রতিবিধান।
তখন জয় হবে তাহাদের
হবে তারা শক্তিশালী
হবে বলবান;
পাতকের হবে ক্ষয়
ডুবন্ত সাম্রাজ্য ম্রিয়মান।