সময়ের নাই শেষ সে যে অনন্ত
মিথ্যে আমরা তড়িঘড়ি করি
ভাবি সময় হবে শেষ
হবে বুঝি তার অন্ত।
আমরা গণনা করি রাত্রি আর দিন
বয়স বাড়ে তারি সাথে
শরীর বদলে যায়
বদলে না ভাগ্যচক্র কোনো দিন।
তবু আমরা তাড়াতাড়ি করি
ভাবি সময় আর নাই
দেরি কারো সহে না কভু
যেন সময়ের গতির মূল্য আর নাই।
বয়স বাড়ে গণনার সাথে
কালের গতির শেষ নাই
তাই সকলের সেবা আগে ভাগে করি
ভাবতে ভাবতে কাটে কাল
শরীর আমার শূন্য হয়ে যায়
ডাক দেয় মহাকাল।
তবু সময় চলতেই থাকে
অন্ত তার হয় না
পৃথ্বী ঘোরে সময়ের সাথে
মহাকালের কিছু যায় আসে না।
যুগ যুগান্ত থেকে এই নির্দেশে চলে
মানুষের বিলম্ব সয় না,
তড়িঘড়ি করে মানুষ চলে
প্রতীক্ষা করতে জানে না।
(1000তম কবিতা।)