আকাশে ঘোর ঘনঘটা
বাতাসে বিদ্রোহের বার্তা
গ্রামীণ সমাজ জেগেছে,
অস্ত্র নাই তাই লাঠি ঝাঁটা
নিয়ে এগিয়েছে।
হৃদয়ের অন্তঃস্থল হতে
যে বারতা উঠে আসে
তারে রোধ করবে কে।
ওরা বলছে মানব না
তোমাদের শাসন শোষণ
সইব না নারী অপহরণ,
অন্তরে মোদের আত্মা জেগেছে
কারও উপদ্রব মানব না।
এখন অত‍্যাচারীর চোখে
চোখ রেখে রুখে দাঁড়াব;
সব প্রশ্নের সমান উত্তর দেব
লাঠির পাল্টা লাঠি ঘোরাব
ভয়ে নিথর হয়ে থাকব না।
এই যুদ্ধের শেষ দেখব
আমরা জিতব আমরাই জিতব
বসে কুঁড়ে হয়ে থাকব না।