ছায়া বিহীন এই বালুপথে
চলতে চলতে যদি একটু দাঁড়াও
দেখতে পাবে কিছু নাই নাই কোথাও।
ধূ ধূ বালুর মাঝে নাই কোনো কিনারা
হয়তো হবে তখন দিশাহারা,
খুঁজলে দেখতে পাবে
মরা নদীর একটি ধারা
দেখবে এই ধূসর প্রান্তে
জনবসতির চিহ্ন হারা।
যেথায় ছিল ঘন বসতি
আর স্বর্গের মত উদ্যান,
আজ পৃথিবীর আবর্তনে
জলবায়ুর পরিবর্তনে
সে তো নিঃসঙ্গ, তবু আছে কিছু মরূদ্যান।
ভাগ্যের পরিহাসে জলবায়ুর
পরিবর্তনের ইঙ্গিত এসেছে,
দু'হাজার চব্বিশের অক্টোবরে
মরক্কোর সাহারা প্রান্তে
অবিশ্রান্ত বৃষ্টিতে বন্যা হয়েছে
বালুর টিলাগুলো ডুবে গেছে।