সুন্দর স্বপন ভরা রাত
মন ভরে যায় ;
সে স্বপন ভঙ্গ হলে
বড়ো কষ্ট হয়।
জীবনের আনন্দের দিনে
যদি বিচ্ছেদ এসে যায় ;
মন কাঁদে মনে মনে
সব ফিরে পেতে চায়।
শীতের বেলায় যখন
বসন্ত এসে যায়
উৎফুল্ল হয়ে মন
উড়ে যেতে চায় ;
আনন্দের সময় যখন
জোয়ার এসে যায়
সে খুশিতে হৃদয়
মাতোয়ারা হয়
তুমি দেখেছ কি?
যখন রঙ বারবার
বদলে যায়
সে খুশী সে আনন্দ
সবেরে ভোলায়।
তুমি দেখেছ কি?