বাজল তোমার রুদ্র বীণা
মহাকাশে
কালভৈরব বাজায় ডমরু
অসুর বিনাশে।
দেবগণ পরাস্ত হয়েছে
মহিষাসুরের করে;
দেবগণ লুকিয়ে ফেরে
সাম্রাজ্য হারানোর দুঃখে।
রোদনের রোলে ত্রিভুবন কাঁপে
মহিষাসুরের বিদ্বেষে;
আসহায় দেবগণ শরণ মাঙে
ব্রহ্মার কাছে।
পুরুষের অবধ্য মহিষাসুর
নাই তার কোনো উপমা
তাই সব দেবতারা তিল তিল করে
তেজ দিয়ে গড়ল তিলোত্তমা।
দেবগণ আপন আপন অস্ত্র দিয়ে
দেবীমাকে সাজাল;
দুর্ধর্ষ সেই দেবীমূর্তি
অসুররাজের কাল হল
দশদিনের মহারণে
আসুর পরাজিত দ্দ্বিখণ্ডিত হল
দুর্গতিনাশিনী তিলোতমা
মা দুর্গা নামে পূজিত হল।