রুদ্র রোষে জেগে উঠল জনগণ
অস্ত্র নাই তবু ঝাঁপিয়ে পড়ল
বুকে চেপে ক্রন্দন।
পশুর দলের অত্যাচারের
বিরোধ করছে গ্রাম্য নারীদের দল;
এক দশক ধরে
সয়েছে মুখ বুজে
একতাই তাদের সম্বল।
অভিযোগ করে ক্লান্ত হয়ে
তারা পায়নি বিচার ;
ভগবানের দ্বারে দেরী হতে পারে
হবে না অবিচার।
ক্ষেপেছে নটরাজ
ধ্বংস হবে রাজ
ধ্বংস হবে প্রশাসন ;
অত্যাচারীর ভণ্ড শাসকের
কেড়ে নেবে সিংহাসন।
ভীম তেজে চলেছে নারী
মাদূর্গার শক্তি নিয়ে
লুকিয়ে বেড়াচ্ছে পশুর দল
পালাচ্ছে প্রাণভয়ে।
পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে
তাদের শান্ত করতে গিয়ে ;
ভগবানের বাজ পড়েছে এবার
ভণ্ড প্রশাসকের শিরে।