বাজল তোমার রুদ্রবীণা
মহাকাশে;
কালভৈরব বাজায় ডমরু
অসুর কাঁপে।
দেবতারা লুকিয়ে ফেরে
সাম্রাজ্য হারানোর দুঃখে।
রোদনের রোলে ত্রিভুবন কাঁপে
মহিষাসুরের বিদ্বেষে
অসহায় দেবতা সহায়তা মাঙ্গে
ব্রহ্মার কাছে।
পুরুষের অবধ্য সে মহাসুর
নাই তার উপমা;
দেবতারা সব তিল তিল করে
তেজ দিয়ে গড়ল তিলোত্তমা।
দেবতারা সবাই নিজ নিজ অস্ত্র
দিয়ে মাকে সাজাল;
দুর্ধর্ষ সেই নারীমূর্তি
অসুরের কাল হলো।
দশদিনের মহারণে
মহিষাসুরের নিধন হলো
দুর্গতিনাশিনী তিলোত্তমা তাই
মা দুর্গা নামে পূজা হলো।