শান্ত সন্ধ্যা নেমে এল পৃথিবীর বুকে
ধীরে ধীরে;
পশ্চিম আকাশ ছেয়েছিল লাল রঙে
সূর্য ডুব দিয়েছিল অথৈ জলে
আঁধার এল ধীরে ধীরে শনৈঃ শনৈঃ।
কে যেন তাকে অভিনন্দন জানাল
বাসায় ফেরত পাখিরা গান গাইল
তারপর রাত্রি এল।
অন্ধকার রাত্রি নিশ্চুপ রাত্রি
ঘোর ঘনিয়ে আসা ভয়ঙ্কর রাত্রি।
কিন্তু কে কাঁদে এই শান্ত নীরবতায়?
নিস্তব্ধতার বুক চীরে সে কান্না
আকাশ পানে ধায়।
"কে কা়ঁদে" ইন্দ্রদেবের ঘুম ভেঙে যায়
"কাঁদে রাত্রির দেবী" প্রহরী জানায়।
"আলো নেই ওগো কোথাও আলো নেই
অন্ধকারে ডুবে আছি আলো দাও;
পাপ কাজ মানুষ করে অন্ধকারে
ঘৃণিত সকল কাজ করে আড়ালে
পারি না আর পারি না গো
আমায় মুক্তি দাও।"
তখন চাঁদের হাসি বাঁধ মানল না
গ্ৰহ তারার হাসি থামল না
ইন্দ্রদেব বলল "এটাই বিধি
বিধির বিধান কাটা যায় না।"