রাত্রি যখন গভীর হল
দিনের কাজ সাঙ্গ হল
বাতি নিভিয়ে
শয্যাগত হলাম।
এমন সময় দ্বারে যেন
করাঘাত শুনলাম।
বাতাস ভেবে চাদর গায়ে
ঘুমিয়ে পড়লাম।
আবার যেন দ্বারে
আঘাত হলো দুয়ার খুললাম।
হঠাৎ ঝড়ে বাতি নিভল
কার যেন পায়ের শব্দ পেলাম।
সেই আঁধারে চারিদিকে তাকিয়ে দেখলাম
নাই কেউ নাই
কি যেন ভাবলাম।
দরজা বন্ধ করে শুয়ে পড়লাম
এবার স্পষ্ট রাজার শব্দ পেলাম
রাজা ও সে আমার রাজা
আমায় ভোলেনি
বারে বারে ডাকে আমায়
বুঝতে পারিনি