রাতের কান্না সূর্য
কি শোনে না.
রাতের আকাশে রঙ বদলায়
তিমির বরণ পৃথিবীতে ছেয়ে যায়
সে রঙ সূর্য ভালোবাসে না
তাই রাতের কান্না শোনে না।
রাতের দুঃখ কেউ বোঝে না
সেখানে আলোর কিরণ আসে না;
নিবিড় অন্ধকারে আলোহীন কলেবরে
রাতের কান্না থামে না
কেউ কি তারে চায় না?
তাই বলে রাত সূর্যের কাছে
"ওগো একটু আলো দাও
আলো বিনা চলে না সংসার
তাই আঁধারের জগত
থেকে মুক্তি দাও।"
সূর্য সে কান্না শোনে না
রাতের কান্নার শেষ হয় না ;
রাতের জগতে প্রকাশ আসে না।
কেন এই অসাম্য
এইই কি সবার কাম্য
দুঃখের আঁধার কাটতে চায় না।