রামধুনি!
অত্যাচারীর অত্যাচারের
চরম নিদর্শন।
একেলা অসহায় মহিলার
গণ ধর্ষণ ;
ধর্ষণের পরে চিরে ফেলল
নারীর লিঙ্গের প্রদর্শন।
পুলিশ লিখল রিপোর্ট
অপরাধীর কীর্তন;
তাই বেঁচে গেল
বেঁচে গেল আসামী তখন।
হাইকোর্টের জজ
খুঁজে পেল না
অপরাধের কথন।
তাই ওরা বেঁচে গেল
বাঁচিয়ে দিল পুলিশের লেখন।
পুলিশমন্ত্রী চুপ ছিল
চুপ ছিল মন্ত্রীমহল।
দলেরা বলল না একটি কথাও
শুধু গর্জন করল
আপামর নরনারী
বলল,"মা শক্তি দাও"।
মা দূর্গা কি শক্তি দেবে
অপরাধের প্রতিবিধান কি করবে?
তবুও দেশের লোক গর্জাবে।