তাকিয়েছিলাম দূরে
আকাশ পানে
জলভরা মেঘ এল
কার বা টানে ;
তখন বৃষ্টি এল ঝমঝমিয়ে
একটু পরে সূর্য ছিল না লুকিয়ে ;
রোদে রোদেই বৃষ্টি পড়ছিল
অবাক হলাম ভাবনার অন্ত
ছিল না।
কেন এমন হল
কি করে হল
বুঝতে পারলাম না।
হঠাত তখন আকাশ জুড়ে
রামধনু উঠল
কি ওটা কিভাবে এল
ভাবতে ভাবতে সময় গেল ;
সাতটা রঙে ছড়িয়ে আলো
আকাশের শোভা বাড়ালো।
তখন বৃষ্টি শেষ হয়ে এল
তার জলের ওপর
সূর্যের আলো পড়ছিল।
বৃষ্টির জল প্রিজমের মত
কাজ করে
তাই সে আলো সাত
রঙে ছড়িয়ে যায়
আকাশের বুকে এই রঙ
ধনুকের মতো দেখায়
তাই একে রামধনু বলে সবাই।