আকাশ তখনও উত্তপ্ত ছিল
সূর্য মধ্য গগনে ছিল
রাস্তা দিয়ে একদল লোক
র‍্যালি করে যাচ্ছিল।
কি উদ্দেশ্য তা ত বুঝি না
তবুও আমি ঝাণ্ডা নিয়ে
ওদের সঙ্গে মিশে গেলাম ;
সারাদিন উপোস ছিলাম
একমুঠো খাবার আশায়
ওদের সঙ্গে চললাম।
এমন সময় পুলিশের গাড়ি এল
লাঠিচার্জ করল;
একজন মারা গেল
বাকিরা পালিয়ে গেল।
ওখানে দাঁড়িয়ে ঈশ্বরকে
অভিশাপ দিলাম
ক্ষিদের জ্বালায় ছটফট করছিলাম।
এমন সময় পুলিশের গাড়ি এল
লাঠিচার্জ করল
একজন মারা গেল
বাকিরা পালিয়ে গেল।
ওখানে দাঁড়িয়ে
ঈশ্বরকে অভিশাপ দিলাম
ক্ষিদের জ্বালায় ছটফট করছিলাম।
এমন সময় পুলিশ এল
আমাকে ধরে নিয়ে গেল
বলল,"ওদের সম্বন্ধে কি জান বল"
আমি ত কিছুই জানিনা
কিছুই বলতে পারলাম না।
তাই পুলিশের গুঁতো খেয়ে
হাজতবাস করলাম।
তারপর বড়বাবুর দয়ায়
এক কাপ চা খেয়ে
বেরিয়ে পড়লাম।
রাস্তায় বেরিয়ে একটা লাশের
সঙ্গে ধাক্কা খেলাম
চেয়ে দেখি এ ত সেই লোক
যার হাত থেকে
ঝাণ্ডা পেয়েছিলাম।
ক্ষিদেয় সমস্ত শরীর কুঁকড়ে যাচ্ছিল
রাস্তার কলে জল খেয়ে
পেট ভরালাম
আর ঈশ্বরকে হাজারবার
কৃতজ্ঞতা জানালাম।