মোর রাগিনীর ভুল ভোলাতে
কত জল ভেসে গেল নদীতে ;
তবু সুখ
তাতেই ভরেছে মোর বুক।
রাগিনীর দুঃখ মেটাতে
কত নিশি গেল ঝরিয়ে ;
তবু কথা বলবে না ত
তখন বুকে ঝাঁপিয়ে
আদর করতে হবে।
এমনি করেই কত দিন কেটেছে
আদরে ভালোবাসায়
কত গান গেয়েছে
আমার সংসার সে যে
আলো করেছে।
ভালোবাসার কত মালা পরাল
এ জীবন যেন সার্থক হল;
তারপর যখন শিশু হবার হল
তখন তার মৃত্যু লেখা ছিল।
আমার জীবন অন্ধকার হল
দুঃখের মেঘ ছেয়ে গেল
তবুও বাঁচতে হল
সংসার আগের মতই
চলতে থাকল।