চাঁদ হাসে তারাদের চুমকি জ্বলে
কিন্তু রাত কেন কাঁদে,
ঐ নিস্তব্ধ অনন্ত আকাশে
গ্ৰহ উপগ্রহ আনন্দে ছোটাছুটি করে
নীরব রাত শূধু তাকিয়ে থাকে।
রাতের অন্ধকারে পাপীরা
পাপ কাজ করে
রাত সবই দেখে তাই দু্ঃখে কাঁদে।
সেদিন রাতে যখন সবাই
ছিল নিদ্রাচ্ছন্ন,
শব্দরাও করেছিল সবে আচ্ছন্ন,
সেই রাতে রাতের আড়ালে ওরা
তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করল,
রাতকে আড়াল করে পাপীরা
অনেকে এইরকম পাপ কাজ করল,
রাত তো জেগেই ছিল, ন্যায় অক্ষম ছিল
তাই সে রাতে ,রাত অঝোরে কাঁদল।
অভিযোগ করল বিধির কাছে
বলল,"আমাকে ক্ষমা প্রভু মুক্তি দাও
সব নারকীয় কাজের সাক্ষী আমাকে
করেছ এবার মুক্ত করে দাও।
বিধি বলে মুচকি হেসে, "ঈশ্বরের
নির্দেশে তুমি রাতের রাণী হয়েছ"
শুনে রাত কাঁদল অনেক কষ্ট পেল।