পুতুল খেলা অনেক খেলেছি
ও পুতুল আর চাই না ;
মিথ্যে ভাবনা ভাবব না আমি
স্বপন নিয়ে ব্যস্ত থাকি
সে স্বপন বাস্তবে টেঁকে না।
তাই ওই পুতুল ফেলেছি আঁধারে
যার নেবার সে নিক না।
অন্ধকার চাই না জীবনে
আলো ঊর্ধ্বমুখী
ভুলেও কভু তাকাব না পেছনে
সমুখের পথ পেয়েছি।
আলোর জগত অতি মনোরম
সে পথ নয় কাঁটায় ভরা
অন্ধকারে ছিলাম ভুলে
ভুলেছিলাম আমি ছন্নছাড়া।