পৃথ্বী নাচছে দোদুল দোলায়
তারই সাথে নাচে জীবন ধরায়;
নাচছে গ্রহ তারায় তারায়
চাঁদ সূর্যের নাচন বোঝা দায়।
আলোর মহল তৈরী হয়েছে
একসূত্রে সবাই বাঁধা আছে
সে ডোর শক্ত এমন
না কেউ বিচ‍্যুত হয়েছে।
কে বেঁধেছে সবাইকে এমন
শক্ত ডোরে
তার পরিচয় জানিনা ;
ক্ষুদ্র আমি ক্ষুদ্র জীবন
পারি না করতে ধারণা।
সপ্তর্ষি আমার গুরু বলে
কেউই ক্ষুদ্র নয়
অনন্ত মহাশক্তির অংশ সবাই
ভাবনা ছোট নয়।
লোকেদের দূর করতে হবে সংশয়
অন্তরের অন্তস্থলে থাকে যে আত্মা
তার নাহি ক্ষয়;
ডাকো সেই মহান আত্মারে
দূরে যাক ক্ষুদ্রতার ভয়।