রূপসী হাসছিল!!
হাসছিল আমার মনে ভয় ধরিয়ে
অশরীরী আত্মার সুবাস ছড়িয়ে,
বাইরের আঁধার আমার
মনে প্রবেশ করিয়ে।
কি করব কি করব না
বুঝতে না পারার সংশয় নিয়ে।
রূপসী আমার মনের কথা বুঝল
মন আমার তার শব্দহীন কথা শুনল।
সে বলল"ঐ প্রাসাদে রাজা থাকত
রূপসী রাজসভায় নর্তকির ভূমিকায় থাকত।
সেনাপ্রধান নর্তকিকে ভালোবাসল
নর্তকি হাতে চাঁদ পেল।
সে তো বদমেজাজি রাজার
হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল।
কিন্তু সব দিন সমান কাটে না
ভাগ্য চক্র স্থির থাকে না।
একদিন রাজা এই প্রণয়ের কথা জানল
তখন সেনাপ্রধানকে হত‍্যা করল
আর নর্তকিকে জেলে বন্দী করল।
রূপসী রক্ষীদের সহায়তায়
বিষ জোগাড় করল
মৃত্যুকে বরন করল।
কিন্তু সেই রাজা এখনো তাকে ধরতে চায়
মৃত্যুর পরও স্বস্তি নাই।"
ঠিক তক্ষুনি বুটজুতোর
আওয়াজ বাড়তে থাকল
সে আওয়াজে আমি স্তব্ধ হলাম
রাজার সৈন্যরা বন্ধ দরজার
ভেতর দিয়ে এল
আমি অবাক হয়ে চেয়ে থাকলাম।
রূপসীর আর্তনাদ কর্ণভেদ করে
বলতে লাগল" বাঁচাও বাঁচাও"!
কিন্তু কেউ শুনল না
কেউ বাঁচাল না
মুহূর্তমধ‍্যে সৈন্যদল রূপসীকে
নিয়ে চলে গেল ;
অনেক দূর পর্যন্ত রূপসীর
প্রাণফাটা রোদন শোনা
যেতে থাকল।!