আগ্নেয়গিরির হোক অগ্নুৎপাত
মেঘের ডাকে হোক বজ্রপাত
প্রবল ঘূর্ণিঝড় যাক বয়ে যাক
প্রলয় এবার প্রলয়ের রূপ ধরবে।
মানুষের চেহারা যাক ভেসে যাক
সবার মুখোশ খুলে যাবে।
গঙ্গা ফুলে ফেঁপে উঠবে
ব্রহ্মপুত্রে সমুদ্রের মত ঢেউ উঠবে
দামোদরে দু'পাড় ধ্বসে পড়বে
আগ্নেয়গিরি ফাটবে না
অগ্নুৎপাত হবে না।
চারিদিক জলে থৈ থৈ করবে
জীবন তখন ওষ্ঠাগত হবে
প্রবল বৃষ্টি প্রবলতর হবে
সমুদ্রের জীব ডাঙায় উঠে আসবে
মানুষের রক্ষার ব্যবস্থা থাকবে না।
দুনিয়া বদলে যাবে
চোখে আঁধার দেখবে
মানুষের সব অধিকারে
প্রকৃতি আঘাত হানবে।
তারপর প্রকৃতি শান্ত হবে
ঝড় বৃষ্টি থেমে যাবে
কিন্তু মানুষের ক্ষতির পূরণ
হবে না।