ভেবেছিলাম যাব নিরুদ্দেশে
তুমি আমি এক তরীতে ভেসে
যাবো অকারণে ভেসে কেবল ভেসে।
আমাদের এই তীর্থে যাওয়া
উদ্দেশ্যহীন ভেসে থাকা
জানবে না কেউ ভূভারতে
যাব সে কোন দেশে অনেক দূরে।
যাবো কেবল তুমি আর আমি
গাইব গান তোমার কানে কানে
শুনবে সে গান নীরব হাসি হেসে
সে যে বাঁধন হারা নতুন রাগিণী।
জানি না কখন আসবে তুমি
আসবে যখন তুলবে নোঙরখানি
ছুটবে তরী অন্ধকারে দিশা নির্দেশ করি।
তখন সন্ধ্যা নামবে সমুদ্রের তীরে
ঘরে ফিরে আসবে যত পাখি
শুধু মোদের তরী ছুটবে অন্ধকারে
ফিরবে কখন তা তো নাহি জানি।