ঝলক ঝলক পায়েল তোমার বাজে
মধুর মধুর সুরে বাঁশি বাজে;
গানটি তোমার শুনিয়ে যাও
হৃদয় আমার ভরিয়ে দাও।
এ মন আমার তোমায় খোঁজে
তুমি দাও না দেখা কারোর কাছে;
প্রশাসন তো রেখেছ তোমার হাতে
কেমন করে শাসন তোমার চলে
দিবা রাতে।
কল্পনা করি তুমি সুন্দর অতি সুন্দর
নাই তুলনা
তোমার পথে চলি আমি
তোমার অদৃশ্য রচনা।
সে পথ কখনো ফুলে ফুলে ঢাকা
কখনো আবার ঝড় ঝঞ্ঝায় ভরা।
তোমার মহিমায় পৃথ্বী চলে
অন্য গ্ৰহর পথে টক্কর লাগে না
পৃথিবী চলে গান গেয়ে
অন্য গ্ৰহর পথে টক্কর লাগে না;
পৃথিবী চলে গান গেয়ে
অন্য গ্ৰহেতে আছে জীবনের সম্ভাবনা।