লোকে ভাবে আমি অনেক পেয়েছি
মন বলে এ ত কিছু না ;
হৃদয় বলে কিছু পাওনি তুমি
মিথ্যে হয়েছে তোমার পাওনা।
কি পেয়েছি আর কি পেলাম না
তার হিসাব ত হয় না
জানিনা কেন আমার হিসাব মেলে না।
মানুষের ত অনেক আশা
সে আশার কোন পরিমাপ হয় না।
আশা ত ছলনাময়ী
সে আশার ছলনায়
ধরা পড়ে মন;
তাই যতই ভাবো যতই চল
মন ভরবে কি কখন?
আশার জালে বন্দী সবাই
আশাই প্রেরণাময়ী;
আশা আছে তাই চলছে জীবন
সে যে পাওয়া না পাওয়ার অধিশ্বরী।
মনের আশা পূরণ হয় না
হৃদয় বলে সবে ভালোবাসো;
ভালোবাসার অন্ত হয় না
যেখানেই তুমি থাকো।