জীবনের পথে চলেছি আমি
চলেছি নির্দিষ্ট পথে ;
বুদ্ধদেব বলেছেন চরৈবেতি
চলেছি সে বাণীর সাথে।
কোন পথে এ জীবন শুরু
কোথায় বা এর শেষ
কেউ জানে না
বিজ্ঞান খোঁজে অবশেষ।
অলৌকিক শক্তি নিয়ে
ব্যর্থতাই বিজ্ঞান পেয়েছে ;
খুঁজতে খুঁজতে অন্তরীক্ষে
অন্য পৃথিবীর সন্ধান পেয়েছে।
সেখানে জীবন আছে কি না
তারই গবেষণা চলেছে।
কিন্তু জীবনের উৎস কোথায়
বিজ্ঞান বোঝেনি
জীবনের আদিরূপ কেউই দেখেনি।
ধোঁয়াশায় ভরা জীবন মোদের
আছে মরণের হাতছানি ;
এ মরণ আসে কোথা হতে
কেউ তা বোঝেনি।
মরণকে যদি থামতে বলি
সে ত থামবে না ;
জীবন মরণ আসবে যখন
বিজ্ঞান বুঝবে না।