পশ্চিমাকাশ তুমি অপরূপা
তুমি অনন্যা,
তোমার ঢল ঢল সোনার  অঙ্গ
রঙেতে ভরা।
আলোয় আলোয় ছড়িয়ে আছে
তোমার সুন্দরতা,
উৎফুল্ল তুমি সোনার রথে এসে
সূর্য করে সখ্যতা।
ক্ষণকালের এ মিত্রতা
রাতের কালো সয় না,
আঁধার দিয়ে ঢেকে দেয়
সূর্যের আলো দেখায় না।
গাঙ চিলগুলো উড়ে উড়ে
সৃষ্টিকর্তারে শুধায়,
"কেনএমন ‌ হয় বলো কেন এমন হয়"
হয়ত এ ত বিধির নিয়ম তাই।
রাত পূজায় বসে আঁধার করে
মা জননীর কোলে,
দুঃখ আছে সুখ নাই তার
দস্যুদের কবলে।
যত অপরাধ পৃথিবীতে ঘটে
"কালোর" আখ্যা পায়,
হোমানলে পূজা করে রাত
ঈশ্বরে শোনায়।
আবার যখন সূর্য ওঠে
আকাশে আলোর রেখা দেখা দেয়
সোনার রথে চড়ে সূর্য
আলো ছড়িয়ে দেয়।