আমি পারিনি
পারিনি হতে সন্ন‍্যাসী;
অপরাধ ঘিরে ধরে
হতে পারি না উদাসী।
জীবন যখন কেঁদে ফিরে
আমার মন হয় বিদ্রোহী।
তাই বিদ্রোহের গান গাই
অপরাধের দুনিয়াটাকে
উল্টে দিতে চাই।
ভালোবাসার আনন্দ পাবার
পৃথিবীতে যেতে চাই।
সেখানে কলুষ কালিমা
থাকবে না ;
সুন্দর পৃথিবীটাকে কেউ
অসুন্দর করবে না।
স্বর্গের সুখ নেমে আসবে
আমাদের ধরাতলে;
দুঃখ জরা থাকবে নাকো
সুন্দর পৃথিবীতে।
হিংসা দ্বেষ ভুলে যাবে
স্বচ্ছ মনে পাপের নাশ হবে
নতুন করে রাবণের সিঁড়ি গাঁথবে।