রাত ছিল গভীর নিস্তব্ধ
মনুষ্যজন নিদ্রামগ্ন;
শুধু আমি ছিলাম জেগে
চাঁদ হাসছিল আকাশে।
জোনাক ডাকা রাতে
রাত ছিল ধ্যানমগ্ন
সূর্য ছিল মাতৃক্রোড়ে
অগুনতি তারা মিটি মিটি জ্বলছিল।
বড়ো মতো একটা চক্রযান
নীচে নেমে এল;
তার আলোয় সব দিক
উজ্জ্বল হল।
ধীরে ধীরে পৃথিবীর মাটি ছুঁল।
চার জন ভৌতিক মানুষ
কিসব যন্ত্র গায়ে নিয়ে
কত কি পরীক্ষা নিরীক্ষা করছিল
তারপর চক্র যানে চেপে
আকাশে উড়ে গেল।
আমাদের বিজ্ঞানী তারপর
চন্দ্রযানে করে চন্দ্র জয় করেছে;
বিস্মিত পৃথিবী ভারতের জয়গান
গেয়েছে।
দুনিয়া জুড়ে প্রতিযোগিতা চলছে
বিজ্ঞানের
কে হারবে কে জিতবে
সমস্যা সেখানের।
আকাশ তখনও আঁধার
গ্রহ উপগ্রহের আধার;
জোনাক জ্বলা রাতে
কত ভাবনা থাকে সাথে।