পরিচয় হীন মানব আমি
শূন্য হতে এসেছি,
জানিনা কে আমার সৃষ্টি কর্তা
তবু তার ই নির্দেশে চলেছি।
পৃথিবী চলছে চলার আনন্দে
বাজছে গান অন্তরেক্ষে,
জীবনের গান গাইছে জানি
বুকের খাঁচার ভেতর থেকে।
চলেছি চলেছি চলেছি
কত গ্ৰহ উপগ্রহ পার হয়েছি
কার নির্দেশে কোথায় যাব
তারেই খুঁজে বেড়িয়েছি।
কি নির্দিষ্ট লক্ষ্য আমার
কে যে আমায় ডেকেছে,
চলেছি কেন অজানা পথে
কার মন্ত্রণা পেয়েছি।