কে তুমি, তোমার পরিচয় কি
পরিচয় হীন তুমি তুমিই অনন্ত স্বামী,
বিরাট তুমি মহান তুমি তুমিই অক্ষয়
তুমি ধারণাতীত  যত উপরে যাই
তোমার দেখা পাই নাই।
ক্ষুদ্রাতিক্ষুদ্র তুমি বাতাসে ভাসো
কেউ তোমায় দেখে নাই কেমনে থাকো,
তুমিই দিয়েছ সূর্যের তেজ
চাঁদের মিষ্টি শীতল হাসি,
তাই জানতে চাই তোমায়
আমি তোমার পরশের কাঙালী।
জানি তুমি আছ চোখের সমুখে
তবু তোমায় দেখি নাই,
"ভগ" আছে তোমার তাই
"ভগবান" তুমি তাই।
সৃষ্টি স্থিতি প্রলযের কর্তা তুমি
মানব মিথ্যে অহংকারী,
ভাগ্যচক্র তোমার হাতে
তাই তো তোমায় জগতের নাথ জানি।
জীবন কি কেউ জানে না
মরণের স্ংজ্ঞ কি
তোমার ব্রহ্মাণ্ড তুমি চালাও
আমরা জানি কি।
,(বি্ঃ দ্র্ং --"ভগ" ব্রহ্মাণ্ডের সমস্ত গুণের সমাহার)।