ক্ষুধা জীবের পরম শত্রু অভাবের তাড়নায়
দুর্বলেরা আপোষ করে প্রাণ বাঁচানো দায়।
বিশ্বপিতা গড়েছে একই ধর্ম মানবতা তার নাম
মানুষ তাহারে খণ্ড খণ্ড করি দিয়েছে শত নাম।
ধর্মের নামে জাতির নামে
করায় খুনোখুনি
ভুখা পেট শুধু অন্ন চায়
চায় না রণভুমি।
তাই আমি সাম্যের গান গাই
অর্থনীতির জালে আবদ্ধ সবাই
স্বাধীন কেহ নাই।
শাসন শোষণ করে মহাজন
নীতির ভাষণ করে
মরিছে মানুষ দুঃখে শোকে
হাহাকার ঘরে ঘরে।
তাই আমি আজ বিদ্রোহ চাই
খাদ্যের ভাগ চাই
বাঁচিবার সবে আছে অধিকার
দুর্জনে ভুল করে।