ওরে ওরে মিথ্যে জল্পনা করিস না
পরদেশের পরে নির্ভর করে
নিজদেশে আগুন লাগাস না।
যে আগুন তুই জ্বেলেছিস
নিজে সে আগুনে হবি ছাই;
চারিদিকে চেয়ে দেখবি তখন
আপনার কেহ নাই।
সকল দানেরি আছে প্রতিদান
মরেনি ধর্ম আছে ভগবান;
পাতকের ফল হয় নাই ভালো
কখনো বিধির ভুলে।
তোরে মরনে ধরেছে চুলে।