জীবনের পান্থশালায়
কে এলে তুমি মহানুভব;
তোমার অসীম জ্ঞানের
শান্ত ছায়ায় জীবনটা
হলো যেন উৎসব।
জ্ঞানের ঝর্ণা বয়ে গেল
নতুন করে সবাই উজ্জীবিত হল;
অন্ধকারের নিস্ক্রিয়তার
অবসান হল।
তুমি এলে নতুন আলোর
বন‍্যা লয়ে,
নতুন আশার স্বপ্ন লয়ে
জীবনের তিমিরান্ধকার
দুর করে।
তুমি এলে নতুন স্বপ্ন এল
বড়ো হবার শিখরে যাবার
উদ‍্যম এল;
তোমার জ্ঞানে উজ্জল হয়ে
বিজ্ঞানের নতুন দরজা খুলল।
গ্রহ হতে গ্রহে ছুটল মানুষ
চাঁদের খনি জয় করল।
এসো তুমি এসো অনন্ত
জ্ঞান বুদ্ধি লয়ে ;
জড়বুদ্ধির মুক্তি লয়ে ;
নতুন আশা ভালোবাসায়
দাও ভরিয়ে।