একদিন সব পাল্টে যাবে
দিল্লির লাড্ডু গরীবে খাবে;
সবল যারা রঙ দেখাবে
দুর্বলেরা টেবিল পাল্টে দেবে
কর্মই ধর্ম সবাই বলবে।
জাতিভেদ কর্মভেদে
কোন্দল করা চলবে না ;
সব মানুষ ইজ্জত পাবে
কর্মই সবার যোগ্যতা
নির্ধারণ করবে।
আসছে সেদিন আসছে
তাই সবাইকে ভালোবাসবে ;
হিংসা দ্বেষ ত্যাগ করবে
ভ্রাতৃত্বের যুগ কায়েম হবে
শান্তির পথে চলবে।