এলে কোন পাগল ক্ষ‍্যাপা
   মূল্য বোঝ না
পাথর সব জমিয়ে রাখ
সোনার ঠাকুর চেয়ে দেখ না।
অহংকারী ধনীর ঘরে
কত ব‍্যজ্ঞন থরে খরে
সেদিক পানে যাও না তুমি
সবহারাদের পথটি জানা।
মন্দিরে যারা পূজা করে
অর্থমূল্য পূজারী ধরে,
সেখানে তুমি যাও না প্রভু
তোমার পূজা হয় না।
পাথর দিয়ে শিব গড়
সোনায় তুমি অবজ্ঞা কর;
হীরা মুক্তা মাণিক  দিয়ে
বিধির নিয়ম মানো না।
পুজারী যখন প্রসাদ বাঁটে
ধনী দরিদ্র ভেদ  করে  ;
ছিন্ন বস্ত্র পরো তবু
ওদের পানে চাও  না।
মানুষে মানুষ শোষণ করে
বিত্ত জমায় বিত্ত বাড়ে;
তুমি থাকো দরিদ্র সনে
তোমায় ব‍ুঝতে পারি না।