শোন নাকি তার পদধ্বনি
সে যে চিরকাল আসে;
মৃত্যুরে মহান করে
তার বাণী বাতাসের সাথে ভাসে।
পৃথিবী জুড়ে পরম সুখে
তার জাল বোনা আছে;
মৃত্যু এসে ডাক দিয়ে যায়
নিয়ে যায় স্বপ্ন পুরে।
অন্ধকারে মেঘের রথে
মরণের পদধ্বনি আসে
আমার লেখা সব কবিতায়
তার নুপুর ধ্বনি বাজে।
ফাগুন দিনের বসন্ত বেলায়
তার বার্তা শোনা যায়;
সে তো আছে জগত জুড়ে
দুঃখ সুখের মাঝখানে;
সবখানে সব ঋতুতে
পৃথিবীর সবাই ওকে ভয় করে!
সে যে মহান ভয়ঙ্কর
অহংকার করা কভু না সাজে।