আকাশ জানি তুমি সবই জানো
খোলা চোখে তুমি সবই দেখো
কিন্তু জান কি পাপ কাকে বলে?
পূণ্য বলে মহীয়ান হয়ে
পাপের কথা যায় ভুলে।
যখন কোরোনা আসে
মানুষকে নিঃস্ব করে
পুত্র কন্যার আহার জোটে না
যখন রোগগ্রস্ত মাতা স্ত্রীর
ওষুধ পথ্য মেলে না
চোখের সামনে তাদের
মরণ কাতর মুখখানা দেখে
সঠিক রাস্তা পায়না তাই চুরি করে
ওদের কি তুমি পাপী বলবে না?
তবু তারা দোষী আইনের চোখে
চোরের শাস্তি পায়;
কারারুদ্ধ চোরের পুত্র কন্যার
কি হবে আইন জানে না।
মানবিক আইন তৈরি হয়নি
অমানবিক নৃশংসতায়;
পাপ পূণ্যের বিচার হয় না
আইন গড়ার দাম্ভিকতায়।