এখন সেদিন নাই রে আর
পূজার ফুলে পাপ উদ্ধার
হবে না হবে না
আনো বিদ্রোহের ধার
পাপীর মুকাবলা করবে;
মুষ্টিমেয় পাপী জাগো জনগণ
সইতে হবে না কর মহারণ
এসব পাপী নহে রে তেমন
পূজার ফুলে কি হবে।
মন্ত্রশক্তি আজ পরিণত
হল অস্ত্রশক্তিতে
দেহচর্চা কর আর কর অস্ত্র শিক্ষা
পাপের বিরুদ্ধে লও
সত্যের দীক্ষা
সমাজের বদরক্ত বেরিয়ে যাবে।