ওগো নতুন এসো
পুরোনো অনুভূতি নিয়ে
নতুন পথ চিনে;
ধর্মের সাথে কর্ম নিয়ে
জনগণের কথা মাথায় রেখে।
এবার আসবে তুমি
ধর্মযুদ্ধের আসরে
পাপের ওপরে প্রচন্ড
আঘাত করে।
তোমার সে আঘাত
পাপীদের দল সইতে
পারবে না ;
আগুনে পুড়ে ছাই হবে
পাপ ব‍্যবহার আর করবে না।
বিদ্রোহের আগুন জ্বলছে
চারিদিকে ধিকি ধিকি করে
তাতে ঝড় এনে দাও;
দাউ দাউ করে জ্বলবে আগুন
পাপের মুক্তি এনে দাও
যেদিন তুমি জনতা শোষিত ছিলে
মুখ বুজে সব সয়েছিলে
এবার তোমায় জিততে হবে
সেদিনের বদলা নিতে হবে
তাই নির্ভয়ে এগিয়ে যাও।