যখন বাজবে বিষান
ঊর্ধ্বে উড়বে নিশান
আমরা এগিয়ে যাব;
বাজবে দামামা
কামান নাকাড়া
শেষ যুদ্ধে নামব।
শাসন শোষণের
অন্ত হবে এবার
মৃত্যু দূত আসবে ;
অত্যাচারীর ধ্বংস হবে
আমাদের জয়পতাকা উড়বে।
মৃত্যু এখন জীবনের বাড়া
লভিষ্ট সিদ্ধ হবে ;
আবাল বৃদ্ধ বণিতা
জয়ের গাঁথা গাইবে।
ভৈরব এবার ফুঁকবে শিঙ্গা
ওরা সহস্র বার হারবে
দানব দলনী মা আমাদের
সত্যের জয়ধ্বজা আনবে।