সূর্য গেল অস্তাচলে
আলোর রঙ ছড়িয়ে
সন্ধ্যা এল ধীরে ধীরে
ছমছমিয়ে।
সান্ধ্য তারা উঠে বলবে
কি যেন বাতাসে
হয়ত বলবে "খেলা
তোমার শেষ হয়েছে
যেতে হবে নিরুদ্দেশে।"
তাই ত আমি করব না ভয়
বিলিয়ে দেব সব সঞ্চয় ;
আঁধার আলোর রথে চড়ে
যাব সেই দেশেতে।
ধরাতলে যত ছিল পাপ
তোমরা সবাই করে দিও মাফ;
ভুলে যেও তোমরা আমায়
হবে না আমার একটুও অনুতাপ
তোমরা সবাই সুখী হলে
আত্মা আমার সুখী হবে।
জীবন এখন চলছে ধীরে
মন্থরগতি অস্তপানে
কেউ হয়ত বুঝবে না যে
আত্মা খুঁজবে পরমাত্মারে।