জাগো জাগো মহাকাল
রুদ্ররূপে;
পাপের খণ্ডন হোক
তোমার কোপে।
আজ তোমার নির্বাচন
পাপের অথবা সত‍্যের জয়
কর নির্ধারণ।
নিরীহ মানুষ সয়েছে অনেক
আজ তার পরীক্ষা ;
অমানুষিক অত‍্যাচারের
বিরুদ্ধে দাঁড়াবার
লয়েছে তাহারা দীক্ষা।
বলছে তারা -অত‍্যাচার
আর সইব না
অনেক দিনের পরে
সুযোগ এসেছে
মাথা নীচু করে থাকব না।