মুখোশ পরা মানুষ এবার
রণসাজে আয়;
নির্বাচন এসে গেছে
বল হরিবল ভাই।
আয় আবার নকল ঢঙে
নকল সাজে মুর্খদের বানাই।
উচ্চ মানের কথা বলবি
রাজনীতিজ্ঞ মস্ত হবি
জানি পারবি না কিছুই দিতে
উঁচু আশ্বাস দিবি ভাই।
লোকেদের টুপি পরিয়ে
পারিস যদি নির্বাচনে জিততে
ব্যবস্থা করবি আপনজনের
আর কোনো দিকে তাকাস না ভাই।