নিরাশার আঁধার হতে
মুক্তি দাও,
যাব আমি আলোর পথে
পথ দেখাও।
আলোর পথে যাবার বেলায়
নৈরাজ্য আঁধার দূর হয়ে যায় ;
নতুন সুরে বাঁধব জীবন
নতুন আনন্দ পাই।
ভালো লাগার ভালোবাসার
নতুন জীবন ;
সবার খুশী মনোজগতে
আনন্দময় ভুবন।
সেই আলোর দেশে
যাব আমি ;
দুঃখ সেথায় নাই
হে প্রভু পথ দেখাও।
আমায় প্রভু পথ দেখাও
নতুন করে সাজব আমি
যদি তোমার ইশারা পাই।
মুক্তি পাব আঁধার হতে
হয়তো মোক্ষ পাব খুঁজে
তখন তোমার চরণ স্পর্শ করে
চরণে তোমার বিলীন
হয়ে যাব;
নুইয়ে মাথা তোমার ইচ্ছা
পূরণ করব।