লাভের চেয়ে ক্ষতি বেশি
জীবনটাই অপব্যয়
টাকা মাটি মাটি টাকা
মাটিই বেশি রয়।
হীরা ভালো হীরার
আংটি ভালো
আলো তার কিছু নয়
কিন্তু হীরার আলো দেখে
সবে যাচাই করে নেয়।
তাজমহলের অপূর্ব শোভা
তার বেশি কিছু নয়;
নিজের ঘরের প্রদীপ ভালো
শোভা কিছু নয়।