চেয়ে আছি আকাশ পানে
তারা ঝলমলে গভীর রাতে ;
প্রশ্ন ভেসে এলো,"কে তুমি?"
অবাক হয়ে তাকাই আমি
বুঝলাম এ ত সপ্তর্ষি।
কিন্তু কে আমি তা ত জানিনা
শরীরের অংশগুলো ত আমি না।
তবে কে আমি বিবেক বল না
অন্তরের অন্তঃস্থল হতে
সে বলল জানিনা।
তবে কে আমি আছি কোথায়
কেউ কি বলবে আমায়?
সপ্তর্ষি বলল,"যে মহাশক্তিকে
পূজা কর তুমি,তুমিই সেই।
তুমি সেই মহাশক্তির অংশ
যে সৃষ্টি স্থিতির ত্রাণ কর্তা
সমস্ত বিশ্বমণ্ডল আর
সৌরজগতের স্রষ্টা।
নিজেকে তুমি ভুলে আছ
নিজের মধ্যে তুমি সুপ্ত আছ।"
নতুন অনুভূতি হলো
আমি সেই মহাশক্তির অংশ
আমি ব্রহ্মর্ষি আমি অনন্ত
এতদিনে আমি নিজেকে চিনলাম
সপ্তর্ষিকে প্রণাম জানিয়ে
মহাগুরু মানলাম।